বাংলাদেশে আরো ২৫ লাখ ডোজ টিকা পাঠাবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ পিএম

ফাইজারের টিকা

ফাইজারের টিকা

কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরো ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে এএফপি এ তথ্য জানায়।

বিশ্বব্যাপী টিকা বিতরণ প্রসারণে বাইডেন প্রশাসনের ঘোষণার পর এ খবর জানালো হোয়াইট হাউজ। 

পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে জানান, ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা বাংলাদেশে পাঠানো হবে। এ নিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে পাঠানো টিকার পরিমাণ ৯০ লাখেরও বেশি ডোজে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে। এই নিরাপদ ও কার্যকর টিকা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। 

এএফপির ডাটাবেজ অনুযায়ী, এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৩ শতাংশ ২ ডোজ টিকা পেয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh