ইপিএলের ৮ খেলোয়াড় নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:১৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কদিন আগের ঘটনা-বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ইংল্যান্ডের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের দলে ডেকেও পায়নি ব্রাজিল। সামনে আবারও আন্তর্জাতিক সূচি। পুরনো সমস্যা এবার থাকবে না, এই প্রত্যাশায় বাছাইয়ের আসছে তিনটি ম্যাচের জন্য ইংল্যান্ডে খেলা আটজনকে নিয়ে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

কাতার বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। এ জন্য শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেন তিতে।

ইংল্যান্ডে থাকা আট খেলোয়াড় হলেন-লিভারপুলের আলিসন ও ফাবিনিও, ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস ও এদেরসন, টটেনহ্যাম হটস্পারের এমেরসন রয়াল, চেলসির চিয়াগো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ এবং লিডস ইউনাইটেডের রাফিনিয়া।

ইংল্যান্ডে থাকা আট খেলোয়াড় হলেন-লিভারপুলের আলিসন ও ফাবিনিও, ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস ও এদেরসন, টটেনহ্যাম হটস্পারের এমেরসন রয়াল, চেলসির চিয়াগো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ এবং লিডস ইউনাইটেডের রাফিনিয়া।

করোনাভাইরাসের বিস্তার রোধে যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তাদের ‘লাল তালিকায়’ থাকা দেশগুলো থেকে যুক্তরাজ্যে ফেরা সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিন থাকতে হবে বাধ্যতামূলক। লাতিন আমেরিকার দেশগুলো আছে এই তালিকায়। সেক্ষেত্রে জাতীয় দলের ম্যাচ খেলে ফেরার পর এই দেশের খেলোয়াড়রা নিশ্চিতভাবেই মিস করবে ক্লাবের কয়েকটি ম্যাচ। মূলত এ কারণেই দেশগুলোর খেলোয়াড়দের সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচিতে ছাড়তে অস্বীকৃতি জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো।

ফিফার পক্ষ থেকে তখন ক্লাবগুলোর প্রতি খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানানো হলেও তা মানা হয়নি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্রাজিল। প্রথম পছন্দের চার খেলোয়াড়সহ সেবার মোট ৯ জনকে পায়নি তারা। যুক্তরাজ্য সরকারের নিয়ম আগের মতোই আছে। তাই আগামী আন্তর্জাতিক সূচিতেও তেমন পরিস্থিতির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh