‘২০২৩ সালে শেষ হবে আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪২ পিএম

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ২৩ সালের জুন মাসের মধ্যেই আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম থেকে ট্রেনযোগে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া ট্রেশনে যাত্রাবিরতি দিলে মন্ত্রীকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট কামরুল ইসলাম, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক তজিবুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজাত আলী প্রমুখ।

এসময় রেলওয়ে জংশনের শ্রমিক-কর্মচারীরা আখাউড়া রেলওয়ে হাসপাতালে চিকিৎসক ও রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগসহ আন্তনগর ট্রেনে আখাউড়ার যাত্রীদের জন্য আসন বৃদ্ধিসহ টিকিট বাড়ানোর দাবি জানালে মন্ত্রী অচিরেই তাদের  দাবি পূরণের আশ্বাস দেন।

এর আগে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কুমিল্লা-লাকসাম রেললাইনের ডুয়েলগেজ উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh