বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে ৪ অক্টোবর

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫১ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : সাম্প্রতিক দেশকাল

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : সাম্প্রতিক দেশকাল

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ৪ অক্টোবর খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব আবাসিক হল। আর একই মাসেই শুরু হবে সশরীরে পাঠদান।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। অছাত্র বা বহিরাগতরা হলে অবস্থান করতে পারবে না। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। 

যারা এখনো টিকা দেয়নি তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে প্রক্টর বলেন, ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh