স্ত্রীসহ এনআরবি ব্যাংকের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৪ পিএম

এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান

এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

দুদকের (জনসংযোগ) উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত মােট ১ কোটি ৩ লাখ ১০ হাজার ৭২৩ টাকার সম্পদ নিজ দখলে রাখার অভিযোগ এনেছে দুদক। যে অভিযোগে এম বদিউজ্জামানকে আসামি করা হয়েছে। 

অপর মামলায় এম বদিউজ্জামানের স্ত্রী মিসেস নাসরিন জামান ও বদিউজ্জামানকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে নাসরিনের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সেখানে স্বামী বদিউজ্জামানকে ওই সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগ এনে আসামি করা হয়েছে।  

দুই মামলাতেই আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh