ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ২৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭ পিএম

ইকুয়েডরের  কারাগারে কয়েদিদের মধ্যে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : এএফপি

ইকুয়েডরের কারাগারে কয়েদিদের মধ্যে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : এএফপি

ইকুয়েডরের গুয়ায়েকিলের একটি কারাগারে কয়েদিদের মধ্যে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণে অন্তত ২৪ বন্দি নিহত ও ৪৮ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ খবর জানান। 

দ্য ন্যাশনাল ব্যুরো অব প্রিজনস নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। কারাগারে সংঘাতের সময় আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাস্তো বুয়েনানো জানান, বন্দুকযুদ্ধ ও গ্রেনেড বিস্ফোরণে এসব বন্দি নিহত হয়েছে।

কারাগারে হামলার পর সেখানকার অবস্থা এ মুহূর্তে স্থিতিশীল আছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো।

মেক্সিকোর মাদকচক্রের সাথে সম্পর্কিত থাকার কারণে ইকুয়েডরের কারাগারগুলোতে বিবদমান গ্রুপের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘাতের ঘটনা ঘটে থাকে। 

দেশটির মানবাধিকার সংস্থা অমবুডসম্যান বলেছে, দেশটিতে ২০২০ সালে কারাগারে দাঙ্গায় ১০৩ জন নিহত হয়েছে।

গুয়ায়েকুইল ইকুয়েডরের প্রধান বন্দর নগর। দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের ক্ষেত্রে এই বন্দরটি একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। 

গত সপ্তাহে গুয়ায়েকুইলের একটি কারাগার থেকেই বন্দুক, গুলি, গ্রেনেড, বিস্ফোরকসহ নানা অস্ত্র উদ্ধার করে পুলিশ। -এএফপি 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh