স্ট্যান্ডার্ড ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের “টাউন হল মিটিং ২০২১” অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যাংকের সব শাখা ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উক্ত টাউন হল মিটিংয়ের আয়োজন করা হয়।

ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত মিটিংয়ে অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্টের  কোঅর্ডিনেটর মো. মোহন মিয়া, মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাকসুদ করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বের সাথে কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং সবার সুস্থ্যতা কামনা করেন। তিনি ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে আগামী দিনের লক্ষ্য অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh