খাগড়াছড়িতে বাস ও পিকআপের সংঘর্ষে ৫পুলিশসহ আহত ৬

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১২:৩৮ পিএম

ছবি- সাম্প্রতিক দেশকাল

ছবি- সাম্প্রতিক দেশকাল

খাগড়াছড়িতে বাস ও পুলিশের টহল গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় জেলাসদরের জিরো মাইল মহালছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে খাগড়াছড়িগামী বাস দ্রুত গতিতে আসছিল। পরে খাগড়াছড়ি থেকে পুলিশের টহল পিকাপ গাড়িকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্যসহ মোট ছয়জন।

আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান (৪৫), কনস্টেবল আবু ইউছুফ (২৮), মো. তানভীর হোসেন (২৫), ঈশ্বর চাকমা (৩২), সেলিম রেজা (২৫) ও পিকআপচালক সুজন চাকমা (২১)। আহতদের মধ্যে কনস্টেবল ইউছুফ ও তানভীরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই মো. আব্দুর রহমান মুঠোফোনে জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে চমেকে প্রেরণকরা হয়েছে। বাকি তিনজন পুলিশ সদস্য ও চালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh