ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম

মিনার মনসুর

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০২:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম। নিখুঁত। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় কবিতার মতোই সযত্নে নির্মাণ করেছিলেন সেই সন্ধ্যাটিকে। কেননা কিঞ্চিৎ কবিখ্যাতিও ছিল তাঁর। দুর্লভ এক ফুলদানির মতোই সবার নজর কাড়ছিল তাঁর ডিম্বাকৃতি কুসুমকোমল অবয়ব। কেননা সেখানে খেলা করছিল ভক্তি, আনুগত্য, পেশাদারিত্ব আর পলাশীর প্রান্তরের বিচিত্র সব আলো-অন্ধকার। 

ঠিক তখনই বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসেছিল রক্তের সুনামি। এবং সেটি আছড়ে পড়েছিল সমস্ত কিছুর ওপর- যেভাবে নেকড়ের অন্ধকার আচমকা লাফিয়ে পড়ে আলোর হরিণের ঘাড়ে। ওরা সেটা আড়াল করতে চেয়েছিল। কিন্তু আপনি সব দেখে ফেলেছিলেন। ভূতত্ত্ববিদরা জানার আগেই আপনি জেনে গিয়েছিলেন সুনামির সকল বৃত্তান্ত। কেননা মান্যবর রাষ্ট্রদূতের ডিম্বাকৃতি অবয়বটি ততক্ষণে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রূপান্তরিত হয়েছে। সেখানে তখন চলছিল অতীতে যা ঘটেছে, বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তার ত্রিমাত্রিক প্রদর্শনী।

তারপর কত তুষারঝড় বয়ে গেল। বুড়িগঙ্গায় ডুবে গেল কত টাইটানিক; কিন্তু কী আশ্চর্য, ওরা আজও আপনার কাছ থেকে কী যেন আড়াল করতে চায়!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh