মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় আরও ২ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০২:২৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২১, ০২:৩৭ পিএম

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ। ফাইল ছবি

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এনিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো।

আজ শনিবার (২ অক্টোবর) ভোররাতে তাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হলেন- জিয়াউর রহমান ও আব্দুস সালাম।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক জানান, গ্রেফতার দুইজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

তিনি বলেন, শনিবার রাতে বিভিন্ন ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় ওই দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

এর আগে গতকাল শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহ লম্বা সেলিম নামে একজনকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লার ছোট ভাই হাবিব উল্লাহ।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্ত মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh