কেন খেলা ছেড়ে ড্রেসিংরুমে জামাল

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৬:২৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২১, ০৬:২৬ পিএম

ম্যাচ অফিশিয়ালদের সাথে জামাল ভূঁইয়া

ম্যাচ অফিশিয়ালদের সাথে জামাল ভূঁইয়া

সাফের প্রথম ম্যাচে একটা বিরল দৃশ্য দেখা গেছে। এতে জার্সি বিভ্রাট হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।

গায়ে ছয় নম্বর ও শর্টসে পাঁচ নম্বর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামেন জামাল। ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক ও রেফারিদের নিয়ে তোলা ছবিতে ভুলটা ধরা পড়েছে।

 শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে থেকেই আলোচনা-সমালোচনা চলছে। খেলোয়াড় ও রেফারির অসচেতনতায় এমন ভুল হয়েছে।

এ অবস্থার মধ্য দিয়ে মাঠে ১৮ মিনিট পর্যন্ত খেলেছেন জামাল। পরে ম্যাচের মূল রেফারি ফেরাস তাওয়েলকে বিষয়টি অবহিত করেন ফোর্স অফিসিয়াল সাঈদ হাসান। তার কথায় মাঠ থেকে বেরিয়ে সাজঘরে ফিরে এক মিনিটে প্যান্ট বদলে এসে দলে যোগ দেন জামাল।

ম্যাচের নিয়ম অনুযায়ী, রেফারি ও খেলোয়াড় জার্সি চেক করে মাঠে নামেন। ভুলে এমনটি হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

সামনের ম্যাচগুলোতে বিষয়টি আরও মনোযোগের সঙ্গে দেখা হবে বলে জানায় সাফ আয়োজক কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh