৫ কোটি ৭ লাখ ডোজ টিকা দেয়া শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১০:০৫ পিএম

করোনাভাইরাসের টিকা

করোনাভাইরাসের টিকা

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৭ লাখ ৩২৮ ডোজ টিকা দেয়া হয়েছে। এই মুহূর্তে টিকা মজুত আছে  ৬৯ লাখ ৪৪ হাজার ৭৫২ ডোজ । 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৫৮৫ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৭৪৩ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৭৩ ডোজ টিকা। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। 

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫১ হাজার ৪৪৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬৫৪ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ৮ হাজার  ৭২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭৮২ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৭২৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩ হাজার ৭৫৫ জন। 

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮ হাজার ৩০৪ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ১ লাখ ৭১ হাজার ৮৮৮ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh