টিটিতে বাংলাদেশের সেরা সাফল্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১০:২২ পিএম

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ একক, নারী একক এবং পুরুষ দ্বৈতে জিতেছে বাংলাদেশ। শনিবার (২ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় পুরুষ দ্বৈতে রামহিম ও মুহতাসিন হৃদয় ৩-২ সেটে হারিয়েছেন শ্রীলঙ্কাকে। দলগত ইভেন্টেভ এর আগে শ্রীলঙ্কার কাছেই হেরেছিল বাংলাদেশ। 

একক ইভেন্টে মুহতাসিন হৃদয় ৩-০ সেটে হারিয়েছেন ওমানকে। পরে অবশ্য ইরাকের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও হেরে যান ৩-২ সেটে। 

নারী এককের খেলায় নওরীন সুলতানা মাহি কাতারের খেলোয়াড়ের বিপক্ষে ৩-১ সেটে জেতেন। বাংলাদেশ মিশ্র দ্বৈতের জুটি মুহতাসিন হৃদয় ও সোনম সুলতানা সোমা উজবেকিস্তানের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যান ৩-২ সেটে।

টুর্নামেন্টের পুরুষ দলগত বিভাগে এশিয়ার ৪১ দেশের মধ্যে ২০তম হয়েছে বাংলাদেশ। এটাই লাল-সবুজের টিটি খেলোয়াড়দের সেরা সাফল্য।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh