সকালে গ্রেফতার, বিকেলেই জামিন এবি ব্যাংকের ডিএমডির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৮:১৮ পিএম

এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমান। এরপর তাকে আদালতে হাজির করা হলে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী দুই হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহিদ হাসান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামিনযোগ্য ধারা হওয়ায় আদালত দুই হাজার টাকা বন্ডে আগামী ধার্য তারিখ পর্যন্ত আসামি আব্দুর রহমানের জামিন মঞ্জুর করেন।

আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী তারিখ ধার্য রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, প্রতারণার অভিযোগে নাসির ট্রেড সেইনরের ব্যবস্থাপনা প্রশাসক বজলুর রশীদ আদালতে আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারের আদেশ থানায় আসার পর সকালে গুলশানের বাসা থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে গুলশান থানা-পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh