এমন প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট আগে দেখিনি: পাপন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২১, ১০:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের পর ২৩ জন পরিচালক চূরান্ত হয়েছেন। যেখানে নাজমুল হাসান পাপনসহ পুরনো ১৭ জন আবার নির্বাচিত হয়েছেন। এবারের পরিচালনা পর্ষদে নতুন মুখ ৬ জন। নির্বাচিত হয়ে পাপন জানান, সবাইকে নিয়ে কাজ করতে চান। যেখানে নতুনদের নিয়ে পথচলা শুরু করতে চান।

নির্বাচন শেষে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে প্রতিযোগিতামূলক ভোট দেখি নাই। গত দুবার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল। এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। তবে বেশি খুশি হতাম যদি আরো অনেক অংশগ্রহণ থাকত।’ 

তিনি আরো বলেন, ‘আগে যে বোর্ড ছিল সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয় নাই। এবারও যারা আসবে তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। প্যানেল না দেয়ার কারণটাই হলো এটা। প্যানেল যদি থাকত, তাহলে বাইরে থেকে কেউ আসলে বলতাম যে তার সঙ্গে সমস্যা হবে কি না। এখন তো সেটা না, যে জিতবে সেটাই প্যানেল।’

এবার নির্বাচনে নতুন মুখ ওবেদ নিজাম, সালাহ উদ্দিন চৌধুরী, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মনজুর আলম ও তানভীর আহমেদ টিটু।

পাপন মনে করেন, এবার তুলনামূলক নতুন মুখ কম এসেছে। আগামী নির্বাচনে আরও অনেককেই নির্বাচক করতে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিসিবি সভাপতির ভাষ্য, ‘যাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারত, এরকম অনেকেই আসে নাই; আসতে পারত কিন্তু আসে নাই। এটা আমার মনে হয়। হতে পারে এটা প্রথম নির্বাচন বলে তারা একটু সন্দিহান ছিল কিন্তু সামনের নির্বাচনে তারা সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে এটাই আমি চাই।’

এবার ১২৭ ভোটারের মধ্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৪ জন কাউন্সিলর। পাপন যা ধারণা করেছিলেন, তার চেয়ে অধিক ভোট পড়েছে। এতো ভোট সাধারণত কোনো নির্বাচনে দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

পাপন বলেন, ‘আমরা যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। কোথাও কোথাও ৯৯ ভাগ, মানে সবাই ভোট দিতে এসেছে। এই যে ভোট কাস্ট হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। সাধারণত নির্বাচনে দেখি যে অনেকে ভোট দিতে আসে না, তাদের মতামত আমরা পাই না। এই নির্বাচনে অলমোস্ট সব ভোট কাস্ট হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh