পাকিস্তানে ভূমিকম্পে ২০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৮:৪২ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ১০:০৭ এএম

ভূমিকম্পের পর বাড়ির বাইরে রাস্তায় এসে আশ্রয় নেয় একটি পরিবার। ছবি : আল জাজিরা

ভূমিকম্পের পর বাড়ির বাইরে রাস্তায় এসে আশ্রয় নেয় একটি পরিবার। ছবি : আল জাজিরা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালের ওই ভূমিকম্পে আরও কমপক্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন।  মৃতদের বেশিরভাগই নারী ও শিশু।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, প্রদেশটির কোয়েটা শহরে ভূমিকম্প অনুভূত হবার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার। দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে কিছু স্থাপনা ভেঙ্গে পড়লে লোকজন হতাহতের ঘটনা ঘটে।

স্থানী কর্মকর্তারা বিবিসি উর্দু বিভাগকে জানিয়েছেন, আরও অন্তত ১৫০ জন আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়, এটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।

বেলুচিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী মির জিয়াউল্লাহ লাঙ্গু বলেছেন, দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। -বিবিসি


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh