ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৯:৪০ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। তবে এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। 

তারা করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাটের ওসমান গনি (৬০), গফরগাঁওয়ের আব্দুল খালেক (৫২), টাঙ্গাইল মধুপুরের আবু বকর (৬৫) এবং গাজীপুর শ্রীপুরের সোহরাব (৩৮)।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আটজন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh