বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১০:৪৮ এএম

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা। ফাইল ছবি

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা। ফাইল ছবি

উপহার হিসেবে বাংলাদেশকে ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিচ্ছে মালদ্বীপ।

এ উপলক্ষ্যে গতকাল বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হস্তান্তর করা এই টিকাগুলো কাতার এয়ারওয়েজের ফ্লাইট যোগে দোহা হয়ে আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh