নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০১:২১ পিএম

চাঁদপুরে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে আটক ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী। এ সময় দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযানে মেঘনা নদী থেকে ভোরে দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। মাছ ধরার অপরাধে ১০ জনকে আটক করে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত নৌকা দুইটি কোস্টগার্ড ও মৎস্য অফিসারের জিম্মায় দেয়া হয়। 

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হেলাল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh