সাংবাদিক অরুণ বসু আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০১:৫১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০১:৫৩ পিএম

অরুণ বসু। ছবি ; সংগৃহীত

অরুণ বসু। ছবি ; সংগৃহীত

সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮) আর নেই। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

অরুণ বসু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অরুণের অনুজ নীল মণি জানান, করোনায় আক্রান্ত হলে গত ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ পরলোকগমন করেন তিনি।

আজ দুপুর ১টায় সহকর্মী,শুভার্থী ও স্বজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ দৈনিক প্রথম আলো কার্যালয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি। পরে রাজধানীর রাজারবাগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh