সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ২৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০২:০০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০২:০৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের জাতীয় পার্টির অনুকূলে বন্টনকৃত সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপনির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় ১৭ অক্টোবর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই এর তারিখ ১৮ অক্টোবর,  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর (শনিবার) ও ভোটগ্রহণ হবে ২৭ অক্টোবর। এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমাও একই জায়গায় দিতে হবে।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh