করোনাভাইরাস

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৪:৫৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০৭:৫০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সাড়ে ৬ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।

একই সময়ে নতুন করে ৬৩৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

গতকাল বুধবার ২১ জনের মৃত্যু এবং ৭০৩ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা  কমেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬৪৭ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। 

মৃতদের মধ্যে পুরুষ ৬ ও নারী ৬ জন। এ সময় ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন এবং খুলনায় ২ জনের মৃত্যু হয়েছে। তবে রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh