টাঙ্গাইলে ‘সুই পুশ না করেই টিকা দিলেন’ স্বাস্থ্যকর্মী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৬:০৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০৬:১৪ পিএম

সিরিঞ্জ স্পর্শ করেই টিকা দেয়া হয়েছে বলে দাবি

সিরিঞ্জ স্পর্শ করেই টিকা দেয়া হয়েছে বলে দাবি

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা না দিয়ে সিরিঞ্জ স্পর্শ করেই টিকা দেয়া হয়েছে বলে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছে এক যুবক। 

এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাশে থাকা ভুক্তভোগীর বন্ধুর মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

জানা যায়, শহরের থানাপাড়ার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম (২৭) ৪ অক্টোবর ভ্যাকসিন নিতে যায়। ভিড়ের মধ্য তাকে চেয়ারে বসিয়েই সিরিঞ্জ স্পর্শ করে তাকে চেয়ার থেকে স্বাস্থ্যকর্মী উঠে যেতে বলেন। টিকা গ্রহণকারী এর প্রতিবাদ করলেও গুরুত্ব দেয়নি স্বাস্থ্যকর্মী। ঘটনাটি তার বন্ধু পাশ থেকেই ভিডিও করে।

এ বিষয়ে  টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম সজিব সাম্প্রতিক দেশকালকে বলেন, এ ধরনের অভিযোগ পাইনি তবে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh