পদত্যাগ করলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৭:৪০ পিএম

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ইয়ান হোয়াটমোর

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ইয়ান হোয়াটমোর

সম্প্রতি ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ডের সফর বাতিলের ঘোষণার চার দিনের মাথায় তারাও একই পথে হাঁটে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পর গত কয়েক সপ্তাহ ধরে তোপের মুখে পড়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ইয়ান হোয়াটমোর। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) তাৎক্ষণিক সিদ্ধান্তে পদত্যাগ করলেন তিনি।

সম্প্রতি ফার্স্ট সিভিল সার্ভিস কমিশনারের পদ থেকেও সরে দাঁড়ান ওয়াটমোর। ধারণা করা হচ্ছে, অবসরে যাচ্ছেন তিনি। এবার ছাড়লেন ইংল্যান্ড ক্রিকেটের প্রধানের দায়িত্বও। গত বছর সেপ্টেম্বরে দায়িত্ব নেন এই ৬৩ বছর বয়সী ক্রীড়া সংগঠক।

ডেপুটি চেয়ারম্যান ব্যারি ও’ব্রায়েন ইসিবির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিচ্ছেন। তবে বোর্ডকে আভাস দিয়েছেন, তিনি এই পদের জন্য প্রার্থী হবেন না। তাতে করে ওয়াটমোরের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে ইসিবিকে।

ওয়াটমোর এক বিবৃতি দেন, ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমি ইসিবির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমার সুস্বাস্থ্য ও প্রিয় খেলাটির ভালোর জন্য আমি এটা করছি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh