অটোরিকশার মালিক হওয়ার স্বপ্নে বন্ধুকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৮:০৩ পিএম

হত্যায় অভিযুক্ত ফরিদ

হত্যায় অভিযুক্ত ফরিদ

মানিকগঞ্জে সিংগাইরের চাঞ্চল্যকর অটোরিকশা চালক মাসুদ শেখ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যায় অভিযুক্ত ফরিদকে গ্রেফতার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল ৪ টায় প্রেস ব্রিফিংয়ের র‌্যাব ৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ফরিদ (৩৩) জানায় তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায়। তার নিজের কোন অটোরিকশা না থাকায় অন্যের অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে নিজে একটি অটোরিকশার মালিক হওয়ার উদ্দেশ্যে মাসুদের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। এই উদ্দেশ্যে মাসুদের সাথে প্রথমে বন্ধুত্ব স্থাপন করে, পরবর্তীতে গত ২ অক্টোবর মাসুদের অটোরিকশা ভাড়া করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে মানিকগঞ্জের সিংগাইর থানাধীন দাশেরহাটি আলমমারা ব্রিজ সংলগ্ন এলাকার নির্জন স্থানে নিয়ে বুকে গলায় গামছা পেঁচিয়ে, ছুরি দিয়ে গলায় উপর্যপুরি আঘাত করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুই হাতের আঙ্গুল কেটে বিভিন্ন যায়গায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে গিয়ে খরার চর বাজারস্থ আলমাস হোসেনের গ্যারেজে নিয়ে ১৫,০০০ টাকার বিনিময়ে আটোরিকশার রং, বডি ও মডেল পরিবর্তন করার জন্য রেখে যায় এবং পরবর্তীতে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে গোবিন্দা গ্রামের তালপটি জামে মসজিদের পাশে তালগটি ব্রিজের নিচ থেকে হত্যার কাজে ব্যবহৃত চুরি ও গামছা ফেলে দিয়ে সে আত্মগোপনে চলে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh