টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৮:২৫ পিএম

আটককৃত আসামি

আটককৃত আসামি

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচার কাজে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। 

টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপােস্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশির কার্যক্রম পরিচালনা করছিল। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী চারজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হলে তাদের স্বীকারােক্তিতে পায়ের উপরিভাগে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় (এক কোটি পঞ্চাশ লাখ) টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh