৫ দিনে শনাক্ত দুই লাখ অবৈধ মোবাইল ফোন

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৯:১৫ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা

নতুন নিয়ম চালুর প্রথম পাঁচ দিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল ফোন  চিহ্নিত করেছে বিআরটিসি। ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

জানা গেছে, গত ১ থেকে ৫ অক্টোবর এই ৫ দিনে বিটিআরসির এনইআইআর  (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমে সচল হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি মোবাইল ফোন। এরমধ্যে বৈধতা পেয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৫৭টি। আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে ২ লাখ ৮ হাজার ৪টি ফোন। এসব ফোন একবারে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে বলে জানা গেছে।

জানা যায়, বিটিআরসি কর্মকর্তারা বৃহস্পতিবার বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে ক্রেতাদের কাছে বিক্রি করা অনিবন্ধিত ফোন ফেরত নেয়ার জন্য চিঠি বিতরণ করেছেন। 

ওই চিঠি হাতে পেয়ে মোবাইল ব্যবসায়ীরা তা মানবে বলে সম্মতিও দিয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh