একদিনে ৬ লাখের বেশি টিকা দেওয়া শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১০:০৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৬ লাখ ৮ হাজার ৩১৮ জন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ৫ কোটি ৩৭ লাখ ২৪ হাজার ৫৩৮ জনে দাঁড়িয়েছে।

তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, বুধবার দেশে ৬ লাখ ৮ হাজার ৩১৮ জন করোনা টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৩১৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫ জন।

প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৭১৯ জন এবং নারী ২ লাখ ১৮ হাজার ৫৯৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯০ হাজার ২৪ জন এবং নারী ৮২ হাজার ৯২১ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh