উলটোপথে গাড়ি চালানো

মাহমুদুল হাসান মিল্টন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৩:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা শহরে যানজট একটি ভয়াবহ সমস্যা। এই যানজটকে আরো অসহনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে উলটোপথে গাড়ি চালানোর মতো ব্যাধি। দুই থেকে চার লেনের রাস্তা কিন্তু তারপরও সঠিক লেন ব্যবহার না করে দেখা যায় রিকশা, প্রাইভেট কার কখনো বা বাইক উলটোপথে সজোরে ছুটে যাচ্ছে একটু সময় বাঁচানোর জন্য। 

এতে প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। রাস্তা পার হতে গেলেও পথচারীরা আহত হচ্ছে দুইপাশের গাড়ির আঘাতে। দুদিকের হর্নে রাস্তা পার হওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এতে জীবনহানির আশঙ্কা দেখা দেয়। প্রতি বছর বিপুল সংখ্যক মামলা ও জরিমানা আদায় করা হলেও এখনো কমছে না এই নিয়ম বহির্ভূত গাড়ি চালানো। 

সঠিক লেন ব্যবহার করতে সচেতন হতে হবে সবাইকে। ব্যক্তি উদ্যোগে যতদূর সম্ভব এই উলটোপথে গাড়ি চালানো এড়িয়ে চলতে হবে। প্রচারণা চালাতে হবে ইলেকট্রিক ও স্যোশাল মিডিয়ায়। ট্রাফিক পুলিশকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


মাহমুদুল হাসান মিল্টন, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh