অভিনেতা ড. ইনামুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০৪:৩৯ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২১, ০৪:৪৯ পিএম

অভিনেতা ড. ইনামুল হক। ছবি: সংগৃহীত

অভিনেতা ড. ইনামুল হক। ছবি: সংগৃহীত

গুণী অভিনেতা ড. ইনামুল হক মারা গেছেন। সোমবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বেইলি রোডের নিজ বাসায় তার মৃত্যু হয়।

মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রয়াতের জামাতা অভিনেতা সাজু খাদেম।

সাজু খাদেম জানান, বাসাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ড. ইনামুল হক। এর আগে বেশ সুস্থ ছিলেন তিনি। দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেলা ৩টার দিকে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।

দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ড. ইনামুল হক। ফেনীতে জন্মগ্রহণ করা এই ব্যক্তি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন।

ড. ইনামুল হকের অভিনয় জীবন শুরু হয় মুক্তিযুদ্ধের সময়। জনগণকে আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য নাটকের পথ বেছে নেন তিনি। একাত্তরে ঢাকার বিভিন্ন স্থানে ট্রাকে ঘুরে ঘুরে পথনাটক করেছেন। পরবর্তীতে তিনি টিভি নাটক, সিনেমা এবং ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেন।

২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh