ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের এপিএস গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০১:২২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২১, ০২:০৮ পিএম

 এ এইচ এম ফুয়াদ। ছবি: প্রতিনিধি

এ এইচ এম ফুয়াদ। ছবি: প্রতিনিধি

সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ও ফরিদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ এইচ এম ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হায়। 

ফুয়াদ ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার অন্যতম আসামি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার আসামি।

এ বিষয়ে ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিলো। তার বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভিতর মানি লন্ডারিং ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh