নিখোঁজের ৫ দিন পর সন্ধান মেলেনি দুই কলেজছাত্রীর

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০১:৪৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২১, ০১:৫০ পিএম

উদ্বিগ্ন সুলতানার পরিবার। ছবি : জামালপুর প্রতিনিধি

উদ্বিগ্ন সুলতানার পরিবার। ছবি : জামালপুর প্রতিনিধি

জামালপুরে কলেজ যাওয়ার পথে দুই কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত ৯ অক্টোবর থানায় জিডি করলেও এখনও সন্ধান মেলেনি তাদের। এতে উৎকন্ঠার মধ্যে দিন কাটছে ভুক্তভোগী দুটি পরিবারের। 

নিখোঁজ একজন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের কন্যা সুলতানা আক্তার (১৯) এবং আরেকজন শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী টেকিপাড়া গ্রামের আক্তার আলীর কলেজ পড়ুয়া কন্যা রাফি খাতুন (১৮)। 

সুলতানা দিগপাইত ছামছুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী ও রাফি তুলশীপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্র জানায়, গত ৬ অক্টোবর সকালে কলেজের কথা বলে বাড়ি থেকে বের হন সুলতানা। একইসময় রাফি খাতুনও কলেজের কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। সারাদিন পর তারা বাড়ি না ফেরায় উভয় পরিবারে উদ্বেগের সৃষ্টি হয়। পরে ৯ অক্টোবর নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার সদর থানায় পৃথক দুটি জিডি করেন। নিখোঁজ সন্তানদের খুঁজে পেতে সম্ভাব্য স্থানগুলোতে ছুটে বেড়াচ্ছেন দুই পরিবার।

এলাকাবাসী জানান, রাফি ও সুলতানা ভিন্ন কলেজ শিক্ষার্থী ও ভিন্ন এলাকার বাসিন্দা হলেও উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। নিয়মিত যোগাযোগ হতো দুই বন্ধুর মধ্যে।

সুলতানার বাবা শহিদুল ইসলাম জানান, তাদের মেয়ে পালিয়ে যাওয়ার মতো কোনও কারণ নেই। সে একা কখনো কোথাও যায়নি।

সুলতানার মা সুমি বেগম জানান, তার মেয়ের সন্ধান পেতে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও পাওয়া যাচ্ছে না। 

এদিকে একই সময়ে পাশাপাশি এলাকার দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা সাধারন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাদের উদ্ধারে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ পুলিশের আন্তরিক ভূমিকা চান এলাকাবাসী ও উদ্বিগ্ন দুই পরিবার।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান মুঠোফোনে জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার গত ৯ তারিখে থানায় সাধারণ ডায়েরি করে, তারপর হতে আমরা তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh