প্রতিমাসে একজন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত যেসব ভাতা পাবেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৪:৫০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিমাসে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যে ভাতাগুলো জাতীয় বেতন স্কেল ২০১৫ জারি হওয়ার পর পুন:নির্ধারিত হয়ে সিভিল কর্মচারীদের চেয়ে অতিরিক্ত ভাতা হিসাবে প্রাপ্ত হন।

১ জুলাই ২০১৫ তারিখ হইতে নিম্নবর্ণিত পদধারীগণ তাঁহাদের পদের পার্শ্বে উল্লিখিত হারে নিম্নবর্ণিত ভাতা সমূহ প্রাপ্য হইবেন, যথা:-

একজন কর্মকর্তা সমগ্র চাকরি জীবনে শুধু একবারই প্রারম্ভিক মহ্জুরি প্রাপ্য হইবেন, কোন কর্মকর্তা যিনি পূর্বে উক্ত মঞ্জুরি গ্রহণ করিয়াছে তিনি পুনরায় উহা প্রাপ্য হইবেন না, তবে যদি কোন কর্মকর্তা পদোন্নতির কারণে উচ্চতর প্রারম্ভিক মঞ্জুরি প্রাপ্য হন, তাঁহা হইলে তিনি উচ্চ ও নিম্নহারের পার্থক্যটুকু পদোন্নতির পর গ্রহণ করিতে পারিবেন।

একজন পুলিশ কর্মকর্তা (পরিদর্শক এবং তদূর্ধ্ব) যখন কোন সাধারণ পোষাকধারী শাখায় (ডিএসবি এবং এসবি/সিআইবি) নিযুক্ত হন তখন তিনি-

ক) সচারাচর প্রাপ্য কিট ভাতা (Kit Allowance) যাহা পোশাকধারী শাখায় তাহার সমপর্যায়ের সহকর্মী পাইয়া থাকেন তাহা প্রাপ্য হইবেন; এবং

খ) পোষাকধারী শাখায় তাঁহার সমপর্যায়ের কর্মকর্তার প্রাপ্য নবায়ন পোষাক ভাতার অর্ধেক তিনি প্রাপ্য হইবেন। তবে যদি বৎসরের যে কোন সময় সাধারণ পোষাক শাখা হইতে পোশাকধারী শাখায় বদলি হন তাহা হইলে পোষাকধারী শাখায় প্রাপ্য নবায়ন ভাতা ও সাধারণ ভাতা ও সাধারণ পোষাকে উত্তোলিত ভাতার পার্থক্যটুকু প্রাপ্য হইবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh