প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৫:৫৮ পিএম

গোলের পর উচ্ছ্বাসিত জামাল-রেজারা

গোলের পর উচ্ছ্বাসিত জামাল-রেজারা

সাফ চ্যাম্পিয়নশিপের অঘোষিত ‘সেমিফাইনালে’ প্রথমার্ধের ৯ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই বাংলাদেশ দল পা রাখবে ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

ম্যাচ শুরুর দশ মিনিট পরেই গর্জে উঠল মালে স্টেডিয়াম। বাঁপ্রান্ত থেকে রাকিব বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, নেপালের ডিফেন্ডার তাকে বাঁধা দিলে পড়ে যান। উজবেকিস্তানের রেফারি ফাউলের বাঁশি বাজান। অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে বক্সে জটলার মধ্যে হেড করেন সুমন রেজা। 

সুমনকে দুই ম্যাচ পর আবার সুযোগ দিয়েছেন কোচ। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন সুমন। উত্তর বারিধারার হয়ে সদ্য সমাপ্ত লিগে সুমন ছিলেন দেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। 

ম্যাচের শুরু থেকে বাংলাদেশ নিয়ন্ত্রিত ফুটবল খেলছে। এখন পর্যন্ত নেপাল তেমন কিছু করতে পারেনি। ম্যাচের বাকি সময় এই স্কোরলাইন বজায় থাকলে বাংলাদেশ ১৬ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের ফাইনাল খেলবে। 

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এখানে দুই দলের সঙ্গে ভিন্ন দুই সমীকরণ। ২০০৫ সালের পর এই টুর্নামেন্টে আবার ফাইনাল খেলতে গেলে যেখানে জিততেই হবে বাংলাদেশ দলকে, সেখানে জামাল ভূঁইয়াদের জয় আটকে কোনোরকম ড্র করে ১ পয়েন্ট পেলেই ফাইনালে যাবে নেপাল। ফাইনালে উঠার এই লড়াইয়ে মাঠে নেমেছে দুই দল।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সাদ উদ্দিন, বিপলু আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহীম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh