ভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৬:৩৫ পিএম

ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র

ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে ৩ রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ড সদস্যরা।  

আটককৃত দালালরা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪৮ নং ক্লাস্টারের মৃত হোসেন আহমেদের ছেলে গুরা মিয়া ওরফে তাহের মাঝি (৩৯) ও গুরা মিয়ার ছেলে রেদোয়ান (১৮) একই ক্লাস্টারের আবুল হোসেনের ছেলে নজুমুল হাসান (২১)।  

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১০মিনিটের দিকে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪৮নং ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটককৃত দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ২৪ জন রোহিঙ্গা এবং গত ৫ অক্টোবর উদ্ধারকৃত ৪৭ জন রোহিঙ্গা পাচারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ ৩ রোহিঙ্গা দালাল জড়িত ছিলো বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh