গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৭:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়ার পর কাটা পড়ে মারা যাওয়া ওই নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম নাদিরা বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। এ ঘটনায় আহত শিশুর নাম জাকিয়া তানহা।

বুধবার (১৩ অক্টোবর) সকালের দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনাল সংলগ্ন কাটা পুলের পাড় এ ঘটনা ঘটে। 

নিহত নাদিরা আক্তার নেত্রকোনা জেলার সদর থানার বরুনা গ্রামের চান্দু মিয়ার মেয়ে। তার স্বামী জুয়েল রানার বাড়ি একই জেলার দুর্গাপুর থানার বরবাট্টা গ্রামে।

নিহতের চাচা সবুজ মিয়া জানান, গত কয়েক বছর ধরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন জুয়েল। সেই সুবাধে নাদিরাও সন্তান নিয়ে স্বামীর সাথে থাকতেন। বুধবার সকালে সন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে শিশুর ছবি ভাইরাল হলে নিহতের স্বজনদের দৃষ্টি গোচর হয়। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ খবর দিলে ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh