ডিজিটাল নিরাপত্তা মামলায় নুরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৮:১০ পিএম

নুরুল হক নুর

নুরুল হক নুর

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন তদন্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির এ আদেশ দেন।

৩ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে নুরের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি বলে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ফরিদা পারভীন লিয়া। গত বছরের ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী আদালতে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই বছরের ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করেন যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।

তিনি নুরসহ অন্যদের বিরুদ্ধে কোতয়ালি ও লালবাগ থানায় ধর্ষণের দুটি মামলা করেছিলেন। ওই দুই মামলায়ও নুরের বিষয়ে কোনো অভিযোগ পায়নি তদন্ত কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh