ক্যাম্পে জুয়া খেলার সময় ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৯:৫৫ পিএম

আটককৃত রোহিঙ্গা

আটককৃত রোহিঙ্গা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে জুয়া খেলার সময় চার রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়েছে। 

বুধবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পে অভিযান পরিচালনা করে জাদিমুড়া বাজারের উত্তর পাশের জনৈক সোনা মিয়ার গুদাম ঘর থেকে তাদের আটক করেছে এপিবিএন পুলিশ। 

আটককৃতরা হলেন- রোহিঙ্গা মফিজের ছেলে আনোয়ার (১৯), ওলামিয়ার ছেলে মো. ইলিয়াস (২৭), বছির আহামেদের ছেলে রবি আলম (১৮), এবং হোসেনের ছেলে আ. রশিদ (২৫)। তারা সকলেই টেকনাফ রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম। তিনি জানান, প্রতিদিন ক্যাম্পে জুয়ার আসর বসাতেন কয়েকজন রোহিঙ্গা এ ধরনের একটি তথ্য ছিলো আমাদের কাছে। আজকে জুয়ার সরঞ্জামসহ তাদের আটক করি।  

আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh