মাদক মামলা

পরীমণির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১০:৫২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২১, ১১:২৬ পিএম

আদালত প্রাঙ্গণে পরীমণি

আদালত প্রাঙ্গণে পরীমণি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায় বলে দাবি করে র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh