জনবল নিয়োগ দেবে বিজিবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১১:০০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ১১:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৯৮তম ব্যাচে সিপাহি (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজিবিতে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন।

পদের নাম: সিপাহি জিডি

পদসংখ্যা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে কমপক্ষে জিপিএ-৩.০০ এবং এইচএসসিতে কমপক্ষে জিপিএ-২.৫০।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষদের ওজন ৮৯.৮৯৫ কেজি এবং নারী প্রার্থীর ওজন ৪৭.১৭৩ কেজি। পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

বয়স: ১৮-২৩ বছর

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ১৫-২৪ অক্টোবরের মধ্যে টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে ইংরেজিতে এসএমএস দিয়ে নিবন্ধন করতে হবে।

আবেদন ফি: ১৫০ টাকা

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য (www.bgb.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh