সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০১:৪৮ পিএম

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : আল জাজিরা

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : আল জাজিরা

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় চারজন নিহত হয়েছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে ব্রিটেনভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এ খবর জানায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এই হামলায় একজন সৈন্য নিহত ও আরো তিনজন আহত হয়েছে। 

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পালমিরার পূর্বাঞ্চলে ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে একজন সিরিয়ান সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়। তবে ইরানপন্থী এই তিন যোদ্ধার পরিচয় প্রকাশ করা হয়নি। 

এদিকে গত সপ্তাহে একই বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থী দুই যোদ্ধা নিহত হয়েছে। ওই হামলায় আরো ছয় সৈন্য আহত হয়। 

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল নিয়মিতভাবেই দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে আসছে। মূলত সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান ও হিজবুল্লাহ বাহিনী লক্ষ্য করে তেলআবিব এসব হামলা চালায়। - এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh