বালিতে পুনরায় চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০২:৫৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ০৩:০০ পিএম

পর্যটকদের কাছে বিপুল জনপ্রিয় বালি দ্বীপ। ফাইল ছবি

পর্যটকদের কাছে বিপুল জনপ্রিয় বালি দ্বীপ। ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে আর্ন্তজাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। চীন, জাপান ও ফ্রান্সসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব ফ্লাইট চলাচল করবে। 

করোনা মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে দেশটির অবকাশ দ্বীপ বালিতে পর্যটকদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। 

তবে ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নীতি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই টিকা গ্রহণ ও হোটেলে পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া ভিসার কঠোর নিয়মকানুনও তাদের মানতে হবে। 

বিমানবন্দরের মুখপাত্র তৌফান যুধিষ্ঠির বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত। তবে আজ কোনও বিমান আসার কথা নেই।

বালির নিউরারাই বিমানবন্দর যে ১৯ টি দেশের জন্য খুলে দেয়া হয়েছে সেগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও নিউজিল্যান্ড রয়েছে। 

পর্যটকদের কাছে বিপুল জনপ্রিয় বালি।  নির্জন সৈকত, প্রাচীন স্থাপনা, মন্দির দেখতে প্রতিবছর লাখো বিদেশি বালি ভ্রমণ করেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র ৩৫ জন বিদেশে পর্যটক বালিতে প্রবেশ করেছে। -এএফপি ও রয়টার্স 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh