তাইওয়ানে ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৩:১৭ পিএম

 আবাসিক ও বাণিজ্যিক ভবনটিতে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে। ছবি : বিবিসি

আবাসিক ও বাণিজ্যিক ভবনটিতে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে। ছবি : বিবিসি

তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিউংয়ে একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বশাসিত দ্বীপ দেশটির সরকার।

কাওসিউংয়ের ইয়ানচেং জেলার ৪০ বছরের পুরনো ১৩তলা ওই ভবনটিতে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোররাতে আগুন লাগে।

স্থানীয় দমকল বিভাগ জানায়, চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কাওসিউংয়ের দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনে তল্লাশি চালিয়ে ৪৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শহরের মেয়র চেন চি-মাই বলেন, ভবনটির একাংশ পরিত্যক্ত ছিল, সেখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ ও সিনেমা হল ছিল।

কী কারণে আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্বীপটির সরকার। 

কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, ভবনের সপ্তম ও একাদশ তলার মধ্যে আবাসিক অংশে মানুষ আটকা পড়ে থাকতে পারে। -বিবিসি ও রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh