পলিথিন ব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে

রাতিক হাসান রাজীব

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৩:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পলিথিন সবচেয়ে সাধারণ প্লাস্টিক। পলিমারকরণ বিক্রিয়ায় ইথিন থেকে প্রাপ্ত পলিমারকে পলিথিন বলে। পলিথিন এমন একটি পদার্থ, যা মাটির সঙ্গে মিশতে শত শত বছর সময় লাগে। আনুমানিক প্রায় ৪৫০ বছর। এটি পানির অভ্যন্তরে গেলেও ক্ষয় হয় না বা মিশে যায় না। 

পলিথিন রাসায়নিক পরিবেশের জন্য ক্ষতিকর। এছাড়া পলিথিন স্যুয়ারেজ লাইনে আটকে গিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে। এর ফলে একটু বৃষ্টি হলেই পানি জমে; সৃষ্টি হয় জলাবদ্ধতা। পলিথিনে মাছ-মাংস প্যাকিং করলে অবায়ুবীয় ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। 

বিশেষজ্ঞদের মতে, পলিথিন মোড়ানো গরম খাবার খেলে মানুষের ক্যান্সার ও চর্মরোগের সংক্রমণ হতে পারে। পলিথিন সাগর ও নদীর তলদেশে জমা হলে মাটি-পানি-পরিবেশ-জীববৈচিত্র্য এবং সামুদ্রিক জীবের ক্ষতি সাধন করে। ব্যবহার অনুপযোগী পলিথিন মারাত্মকভাবে পরিবেশদূষণ করে। পলিথিন সামগ্রী পুড়িয়ে ফেললে হাইড্রোকার্বন হয়ে বাতাসে মিশে দূষণের মাত্রা বাড়িয়ে দেয়। 

তাই যত দ্রুত সম্ভব পলিথিন ব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে।


রাতিক হাসান রাজীব, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh