সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৪:৪৬ পিএম

শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে আসা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমীতে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়।

ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পূজায় আগত সবাই দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। 

শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্নাত্মানন্দ মহারাজ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করছেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh