সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতনির মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৬:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে পূজা রানী (১২) ও তার দাদি সুমতি রানী (৭০)।

পারিবারিক সূত্র জানায়, পূজা রানী বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যায়। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে বাতাসে বিদ্যুতের লাইনের খুঁটি ভেঙে পড়ে। এতে বিদ্যুতের তারের সাথে সে জড়িয়ে গেলে লোকজন দেখতে পেয়ে চিৎকার দেয়।  তার দাদি সুমতি রানী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এসময় উভয়েই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি বেগম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের মধ্যেই এক পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh