এক কোটির বেশি শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৬:৪৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ০৭:২৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে এক কোটির বেশি শিশুকে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রম উদ্বোধনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে এক কোটির বেশি শিশুকে আমরা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমপর্যায়ে ৩০ লাখ ডোজ টিকা দেয়া হবে।পর্যায়ক্রমে বাকিটা দেয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজার টিকা আছে। সারাদেশে ২১ জায়গায় টিকাদান কার্যক্রম চালানো হবে। ছোট ছোট ছেলেমেয়ে স্কুলে আসছে। তাদের করোনা থেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এ সিদ্ধান্ত হয়েছে।’

এদিন মানিকগঞ্জের চারটি স্কুলে নবম ও দশম শ্রেণির ১২০ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। সবাইকে ফাইজারের টিকা দেয়া হয়েছে। দ্রুত বাকিদের দেয়া হবে। টিকা নেয়ার আগে জন্ম সনদ কার্ডের মাধ্যমে নিবন্ধন করতে হবে শিশু শিক্ষার্থীদের। টিকা দেয়ার পর তাদের ১০-১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

করোনা প্রতিরোধে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে এতদিন শুধু বয়স্করা টিকা পাচ্ছিলেন। এখন ১৮ বছরের নিচে ছেলেমেয়েরাও তা পাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh