আমরা রাত জেগে নিরাপত্তা দেবো: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৯:৩৫ পিএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম

রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে যাচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আপনারা প্রাণ খুলে আনন্দ করুন, উৎসব করুন। আমরা রাত জেগে নিরাপত্তা দেবো। নিরাপত্তার বিষয়ে আমাদের সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে দেবী দুর্গার ‘মহানবমী বিহিত পূজা’ পরিদর্শন ও শুভেচ্ছা জানাতে এসে এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, আপনারা মনে রাখবেন, আপনাদের গায়ে কেউ হাত দেয়ার আগে আমাদের ভেদ করে আসতে হবে। আমরা আপনাদের নিশ্ছিদ্র নিরাপত্তা দেবো। এজন্য রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে যাচ্ছে পুলিশ।

কুমিল্লার ঘটনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পেছনে কারো না কারো ইন্দন আছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছিল। আমরা যদি কতিপয় দুষ্কৃতিকারীকে ভয় পাই, তাহলে তারা জয়ী হবে। দায়িত্ব আমাদের, আমরা আপনাদের নিশ্ছিদ্র নিরাপত্তা দেবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh