তালেবানের অপেশাদার আচরণে ফ্লাইট বাতিল করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১০:১৫ পিএম

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান

আফগানিস্তানে যাওয়া সব ফ্লাইট বাতিল করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তালেবানের অপেশাদার আচরণের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে বলে পিআইএ কর্তৃপক্ষ জানিয়েছে।

মধ্য আগস্টে তালেবান কাবুল দখলের পরও পিআইএ আফগানিস্তানে বিশেষ কয়েক ফ্লাইট চালু রেখেছিল পিআইএ। 

পিআইয়ের মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ খান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘কাবুল এভিয়েশন কর্তৃপক্ষের অপেশাদার আচরণের কারণে আমাদের ফ্লাইটগুলো বারবার বিলম্বিত হচ্ছে।’

তিনি জানান, ‘পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত’ এই রুটে কোনো ফ্লাইট যাতায়াত করবে না।

পিআইয়ের একটি সূত্র জানিয়েছে, তালেবান কর্মকর্তারা প্রায়ই পিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করতেন। তারা পিআইয়ের এক কর্মীকে শারীরিক হেনস্থাও করেছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh