শুক্রবার কোনো কর্মসূচি নেই: হেফাজত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০৯:৩২ এএম

হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম

আজ শুক্রবার হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি নেই জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংগঠনটির নেতারা। 

তারা বলছেন, দেশের সকল ইসলামপ্রিয় তৌহিদি জনতা, হেফাজতের সর্বস্তরের নেতা-কর্মী ও কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। শুক্রবার (১৫ অক্টোবর) হেফাজতের কোনো কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত ‘খাস কমিটি’র বৈঠক থেকে এমন আহ্বান জানান তারা।

কুমিল্লায় ‘কোরআন অবমাননাকারী’ সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা জানতে পেরেছি, কুমিল্লার নানুয়ার দিঘির সেই পূজা মণ্ডপটি বন্ধ করে দিয়েছে সরকার এবং অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে- সে বিষয়েও সদা সর্তকতা অবলম্বন করতে হবে।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh